মাসুদ রানা সিরিজের বই শেখ আবদুল হাকিমের: হাইকোর্ট

masud rana

জনপ্রিয় গুপ্তচরভিত্তিক থ্রিলার মাসুদ রানা সিরিজের ২৬০টি বই এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের ছায়া-লেখক শেখ আব্দুল হাকিমকে এই বইগুলোর কপিরাইট মঞ্জুর করে বাংলাদেশ কপিরাইট অফিসের দেওয়া আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত।

কপিরাইট অফিসের আদেশকে চ্যালেঞ্জ করে সেবা প্রকাশনীর মালিক কাজী আনোয়ার হোসেনের রিট আবেদন আজ সোমবার খারিজ করে দেন হাইকোর্ট।

রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির লিটনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০২০ সালের ১৪ জুন মাসুদ রানা সিরিজের ২৬০টি বই এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের কপিরাইট এর ছায়া-লেখক শেখ আব্দুল হাকিমকে দেয় বাংলাদেশ কপিরাইট অফিস।

রিট আবেদনকারীর আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, লেখক শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনীতে লেখক হিসেবে কাজ করতেন এবং মাসিক বেতনে প্রতিষ্ঠানের জন্য বই লিখতেন।

অবসর গ্রহণের পর নিয়ম লঙ্ঘন করে তিনি উভয় সিরিজের বইয়ের কপিরাইট দাবি করে কপিরাইট অফিসে একটি আবেদন জমা দেন।

২০২০ সালের ১৫ জুন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, 'আমরা ছায়া-লেখক শেখ আবদুল হাকিমকে কপিরাইট দিয়েছি কারণ বই লিখে এককালীন টাকা পাওয়ার বাইরে তিনি কখনই পুনর্মুদ্রণে রয়্যালটি পাননি। তিনি কপিরাইট পাবেন না বা বই লেখার জন্য তাকে এককালীন অর্থ প্রদান করা হচ্ছে বলে কোনো চুক্তি ছিল না।'

মাসুদ রানার ২৬০টি বই এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের কপিরাইট পাওয়ার আগে মাসুদ রানা সিরিজের 'জাল' ও কুয়াশা সিরিজের অপর ৬টি বইয়ের কপিরাইট ছিল শেখ আবদুল হাকিমের কাছে।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

9h ago