মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী রজব আলী গ্রেপ্তার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাকে রাজধানীর কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমিনুল হককে মৃত্যুদণ্ড দেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব এ বিষয়ে ব্রিফ করবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments