মোহাম্মদপুর থানার ওসি-এএসআইয়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১২

ছবি: সংগৃহীত

রাজধানীতে গত শুক্রবার মোহাম্মদপুর থানার ওসি ও এক এএসআইয়ের ওপর হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে ২ জনকে আদালত ১ দিনের রিমান্ডে দিয়েছেন বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা উদ্যান এলাকার একটি মসজিদের খতিব ওমর ফারুক ও একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

হামলার সময়ের ভিডিও ফুটেজ দেখে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীদের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও একই থানার উপপরিদর্শক কামরুজ্জামান আহত হন।

তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শনিবার একটি মামলা করে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago