বাসচাপায় অটোরিকশাচালক নিহত, বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে তাকওয়া পরিকহনের একটি বাসের চাপায় রিটন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার জের ধরে শ্রীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নিহত রিটন মিয়া নিজেও ছিলেন একজন অটোরিকশা চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় তিনি নিহত হন। তাকওয়া পরিবহনের বাস থেকে নামার সময় তার সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে হেলপারের কথা-কাটাকাটি হয়। এ সময় চালক গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন রিটন মিয়া চলন্ত বাস থেকে দ্রুত নামতে গিয়ে চাকার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে অন্য অটোরিকশা চালক ও নিহতের স্বজনরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সকাল সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ ছিল।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শামীম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ১০টার দিকে তিনে বলেন, 'পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন জানান, এ ঘটনায় তাকওয়া পরিবহনের চালক জনিকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

41m ago