রাজধানীতে জাল টাকার কারখানা, গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ।

ওই কারখানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান জানিয়েছেন।

গ্রেপ্তার ৪ জন হলেন-আইনজীবী সহকারী আবু বকর সিদ্দিক রিয়াজ, মেশিনম্যান রফিকুল ইসলাম সাকির, বিপণন সহকারী মনির হোসেন ও বিউটি আক্তার।

কার‌খানাটি থেকে প্রায় ৫০ লাখ জাল টাকা এবং ল্যাপটপ, প্রিন্টার, বিভিন্ন ধরনের কাগজ, কালিসহ জাল টাকা তৈরির অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

মশিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারখানাটিতে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে জব্দ করা জাল টাকাগুলো ১০০০ ও ৫০০ টাকার। মোট ৪টি সিরিজে তৈরি করা হচ্ছিল এই জাল টাকাগুলো। কাগজ ও প্রিন্টিং কোয়ালিটিতে যথেষ্ট উন্নত মানের হওয়ায় এসব টাকা যে নকল, তা শনাক্ত করা কিছুটা কঠিন। 

Comments