শিক্ষার্থীকে মারধরের মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে

শিক্ষার্থীকে মারধরের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর একটি আদালত।
আজ মঙ্গলবার শাহ মখদুম থানা এলাকার আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান (৩২) আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) পূর্ণিমা ভট্টাচার্য জানান, আব্দুর রহমান ধর্মীয় বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, গত ১৬ মার্চ দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রামিম ইসলাম রিফাতকে (১২) পাইপ দিয়ে মারধর করেন শিক্ষক আব্দুর রহমান। রিফাতের বিরুদ্ধে অপর ২ শিক্ষার্থীর করা টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটেছে।
এতে আরও বলা হয়, মারধরে রিফাত অজ্ঞান হয়ে গেলেও মাদ্রাসার কেউ তার চিকিৎসার ব্যবস্থা করেনি। ২ দিন পর রিফাতের বাবা মাদ্রাসায় তাকে দেখতে গেলে তিনি বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় গত ২১ মার্চ রিফাতের বাবা মেরাজুল ইসলাম রিন্টু বাদী হয়ে মামলাটি করেন।
Comments