সাতক্ষীরায় ৮০ ভরি স্বর্ণসহ আটক ১

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের অভিযোগে বিজিবি সদস্যরা ৮০ ভরি স্বর্ণসহ একজনকে আটক করেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের তলুইগাছা সীমান্তের ভবনীপুর এলাকা থেকে স্বর্ণসহ বিলাল হোসেনকে আটক করা হয়। তার বাড়ি বাঁশদাহ ইউনিয়নের তলুইগাছা গ্রামে।
সাতক্ষীরার ৩৩ বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েক আহসান হাবিব বলেন, 'আজ সকালে আমরা জানতে পারি, তলুইগাছা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হবে ভারতে। সে অনুযায়ী, আমরা ভবনীপুর এলাকায় অবস্থান নেই। সকাল সাড়ে ১০টার দিকে একজনকে দেখতে পেয়ে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে আটটি স্বর্ণের বার পায়।'
তিনি আরও বলেন, 'সেগুলোর গায়ে লেখা আছে, ফাইন গোল্ড ৯৯৯ দশমিক ৯। এর মোট ওজন ৮০ ভরি। মূল্য প্রায় ৫৮ লাখ ৪০ হাজার টাকা।'
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ স্বর্ণসহ একজনকে আটকের কথা নিশ্চিত করেন বলেন, 'এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হবে।'
Comments