৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক কারাগারে

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

বরগুনায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের মামলায় মো. শাহীন (২৫) নামের এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

শাহীন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এবং শিশুটির মা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে ফল খাওয়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান শাহীন। এ ঘটনায় শিশুর পরিবার গতকাল রাতে মামলা করে।

রাতেই শাহীনকে গ্রেপ্তার করে আজ বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।  

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago