অভিবাসীদের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়াতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: ইউএনবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সংকটময় পরিস্থিতিতে আটকাপড়া অভিবাসীদের অভিবাসন যাত্রার সময় জীবন বাঁচাতে এবং তাদের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়াতে হবে।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (আইএমআরএফ) সাধারণ বিতর্ক পর্বে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম কোনো অবস্থাতেই জোরপূর্বক অভিবাসীদের ফেরত না পাঠানোর আহ্বান জানান ট্রানজিট ও গন্তব্য দেশগুলোর প্রতি।

এ ছাড়া তিনি সমুদ্রে দুর্দশাগ্রস্ত অভিবাসীদের অনুসন্ধান ও উদ্ধারের জন্য সদস্য রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা পূরণের গুরুত্বের ওপরও জোর দেন।

এ ছাড়া একাধিক অনুষ্ঠানে তিনি বলেছেন, 'আমাদের নিজস্ব নৌবাহিনী আমাদের উপকূল বরাবর সমুদ্র থেকে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের উদ্ধার করেছে।'

শুক্রবার নিউইয়র্ক থেকে পাওয়া এক বার্তায় বলা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সভাপতিত্বে সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হয়।

আগের দিন, তিনি ড. ভিন্স হেন্ডারসন, পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুস্থিতিস্থাপকতা, টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি এবং স্বরাষ্ট্র বিষয়ক ইউরোপীয় কমিশনার ইলভা জোহানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

তারা ২০২৩-২৫ সালের জন্য মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতাসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

একটি 'অগ্রগতি ঘোষণা' গ্রহণের মাধ্যমে আজ শুক্রবার ফোরামটি শেষ হবে।
 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago