ভারত আবারও তিস্তা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ মঙ্গলবার বলেছেন, ভারত আবারও বাংলাদেশকে তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, 'আমরা এখনো আশ্বাসের পর্যায়ে আছি। আমরা বিশ্বাস করি যে, ভারত যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হবে, যদিও এতে সময় লাগতে পারে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের রাজধানীর বাংলাদেশ হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সফরের বড় অর্জন বাংলাদেশের কুশিয়ারা নদীর পানি প্রত্যাহারের চুক্তি।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে ৪ দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে ২ দেশের মধ্যে স্বাক্ষরিত ৭টি সমঝোতা স্মারকের মধ্যে এটি অন্যতম।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago