মৌলভীবাজার

আদমপুর পশুর হাটে উপচে পড়া ভিড়

করোনাভাইরাস সংক্রামণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবুও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর পশুর হাটে উপচে পড়া ভিড় দেখা গেছে। এসময় ক্রেতা-বিক্রেতা কারো মুখে মাস্ক দেখা যায়নি। আজ শুক্রবার সকালে সরজমিনে এসব দৃশ্য যায়।
শুক্রবার সকাল থেকে আদমপুর পশুর হাটে উপচে পড়া ভিড় ছিল। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

করোনাভাইরাস সংক্রামণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবুও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর পশুর হাটে উপচে পড়া ভিড় দেখা গেছে। এসময় ক্রেতা-বিক্রেতা কারো মুখে মাস্ক দেখা যায়নি। আজ শুক্রবার সকালে সরজমিনে এসব দৃশ্য যায়।

আদমপুর এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মোক্তাদির মিয়া বলেন, ‘শুক্রবার সকাল থেকে পশুর হাটে বিভিন্ন জেলা-উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলছে কেনাবেচা। ফলে, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।’

হাটে পশু কিনতে আসা হামিদ মিয়া বলেন, ‘আমার বাড়ি পাশের ইউনিয়ন। কয়েকটা গরু পছন্দ করেছি, কিন্তু বিক্রেতারা দাম কমাচ্ছে না। তাই সন্ধ্যার জন্য অপেক্ষা করছি। অনেক দূর থেকে আসা বিক্রেতারা সন্ধ্যায় কম দামে গরু বিক্রি করে দেয়। ভাই আমরা গ্রামের মানুষ, করোনা আমাদের ক্ষতি করবে না। এজন্য আমরা মাস্ক পরি না।’

হাটের ইজারাদার ফারুক আহমেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানো হয়েছে। এখানে অতিরিক্ত টোলও আদায় করা হচ্ছে না।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরকার ও প্রশাসন যেখানে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে আছে, সেখানে লকডাউনের মধ্যে পশুর হাট বসা লকডাউনকে প্রশ্নবিদ্ধ করছে। হাটে স্বাস্থ্যবিধি না মানা হলে ভয়াবহভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।’

এ প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, ‘পশুর হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত চলতে পারবে। পশুর হাটে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন তৎপরতা আছে।’

Comments

The Daily Star  | English

Can't allow interim govt to fail: Tarique

BNP Acting Chairman Tarique Rahman today said the interim government must be cautious to avoid becoming the cause of its own failure

45m ago