আবার আন্দোলনে শিক্ষার্থীরা, ঢাকা কলেজের সামনে যান চলাচল বন্ধ
নিউমার্কেট এলাকার দোকান খোলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ শুরুর পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্স ল্যাব থেকে আজিমপুর পর্যন্ত সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ সময় ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে শিক্ষার্থীরা তা অস্বীকার করে জানান, বিক্ষোভের শুরুতে কিছু আতশবাজি বা পটকা ফাটানো হয়েছিল।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাদের পূর্বঘোষিত দাবিগুলো না মেনেই দোকানপাট খোলার প্রতিবাদে তারা আন্দোলনে নামছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী হুমায়ুন কবির আমজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের দাবি না মেনে নিউমার্কেটের দোকান খোলা হয়েছে। এর প্রতিবাদে আমরা আবারও আন্দোলনে নেমেছি।'
তিনি বলেন, 'আমরা হোস্টেল থেকে যাব না। হোস্টেল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক।'
এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানান ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
Comments