আমলাদের বাদ দিয়ে দেশ চলবে না: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, 'দেশে কিছু হলেই এখন কথায় কথায় আমলাদের গালি দেওয়া হয়। আমলারা দেশের মানুষ, তাদের বাদ দিয়ে দেশ চলবে না।'

সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনাকালে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, 'আমরা রাজনীতি করেছি, তারা আমলা হয়েছে। তাদের বাদ দিয়ে তো দেশ চলবে না। তারা সরকারের অধীনে কাজ করে, সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে।'

পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আমলাদের প্রভাব বাড়ছে, সংসদ সদস্যদের এমন সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'এতে জনপ্রতিনিধিদের মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। সেখানে পৌরসভার মেয়ররাই সুপ্রিম। আমি যখন দায়িত্ব নিই তখন মাত্র ৩৮টি পৌরসভা বেতনভাতা দিতে পারত। এখন প্রায় সবগুলো পৌরসভা নিজেদের অর্থায়ন থেকে বেতন ভাতা দিতে পারে। এমনকি কোনো কোনো পৌরসভা জায়গা কিনছে। অর্থাৎ পৌরসভায় পরিবর্তন আসছে। জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হয়েছে বলেই উন্নত হচ্ছে।'

এর আগে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, 'সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে। উপজেলা পরিষদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইউনিট। জনগণের ভোটে নির্বাচিত এটি বড় ইউনিট। কিন্তু বছরের পর বছর উপজেলা চেয়ারম্যানদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অধীনস্থ করে রাখা হয়েছে।'

তিনি বলেন, 'স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে উপজেলা পরিষদকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।'

রুমিন ফারহানা বলেন, 'স্পর্ধা এতই বেড়েছে যে উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উল্লেখ করে সাইনবোর্ড লিখছেন তারা।'

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

6h ago