আমার বিরুদ্ধে বড় বড় চিঠি যায় সংসদীয় কমিটির কাছে: আইভী

আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে ‘পরিবেশ দুষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ: উত্তরণের উপর’ শীর্ষক গণশুনানিতে মেয়র আইভী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার বিরুদ্ধে বড় বড় চিঠি যায় সংসদীয় কমিটির কাছে। প্রধানমন্ত্রী, ডিজিএফআইয়ের কাছে অভিযোগ যায়।

আজ সোমবার দুপুরে শহরের ডিআইটি এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে 'পরিবেশ দুষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ: উত্তরণের উপর' শীর্ষক গণশুনানির বক্তব্যে তিনি এসব বলেন।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই গণশুনানির আয়োজন করে। এর সার্বিক সহযোগিতায় ছিল নারায়ণঞ্জ সিটি করপোরেশন।

মেয়র আইভী বলেন, 'এই শহরে শুধু শিল্পপতিরাই বসবাস করে না, সব শ্রেণির মানুষ বসবাস করেন। একদম বস্তিতে যে বসবাস করেন সে যেমন সৌন্দর্য দেখবে, তেমনি ধনী ব্যক্তিও শহরের সৌন্দর্য উপভোগ করবেন। এজন্য সব ধরনের কাজ করব।'

তিনি বলেন, 'এখন নারায়ণগঞ্জ শহরে যারা সর্বোচ্চ ব্যক্তি তারা অবসর যাপনে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা ঘুরতে যায়। সেখানে তারা বাড়িও করে। কিন্তু, আমি নিউজিল্যান্ডের মতো সবুজ নগরী রেখে দেশের টানে চলে এসেছি। আমার মনে হয় না, দ্বিতীয় কোনো জনপ্রতিনিধি আছেন যিনি এত যুদ্ধ করে নিজ শহরে টিকে থাকেন। আর যুদ্ধটা হচ্ছে, রাস্তা বড় করতে হবে, গাছ কাঁটা যাবে না, খাল পুকুর মাঠ রক্ষা করার লড়াই। আমার বিরুদ্ধে বড় বড় চিঠি যায় সংসদীয় কমিটির কাছে। প্রধানমন্ত্রী, ডিজিএফআই এর কাছে অভিযোগ যায়। কিন্তু তারপরেও আমি থামি নাই। আর না থামার কারণেই এতো উন্নতি করতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'আজকে 'গ্রিন নারায়ণগঞ্জ ২০২৫' এর উদ্যোগের সঙ্গে আমি একমত। আপনারা যদি একমত হন তাহলে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে আমাকে আপনাদের পরিকল্পনা জানালে আমার কাজ করতে সুবিধা হতো। যারা এখানে কারখানা মালিক আছেন, তারাও বলবেন আপনাদের কী প্রয়োজন। আমরা প্রায় ২৩টি খালের কাজ করেছি। এই কাজগুলো করা কত কঠিন ছিল তা সবাই জানেন। বাবুরাইল খাল কেউ কল্পনা করতে পারেনি এত সুন্দর ও পুনরুজ্জীবিত করা সম্ভব হবে।'

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।

Comments

The Daily Star  | English
US tariffs collection from Bangladesh

US collects over $1 billion a year in tariffs on Bangladeshi goods: CPD  

The CPD said Bangladesh imposes customs and other duties averaging 6.2 percent on US imports

2h ago