আরও ১ বছর বাড়ল সিআইডিপ্রধানের মেয়াদ

ব্যারিস্টার মাহবুবুর রহমান।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে ব্যারিস্টার মাহবুবুর রহমানকে আরও এক বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি আইন সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ব্যারিস্টার মাহবুবুর রহমানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে আগামী ৩১ জুলাই যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর আগে সরকারের কাছে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান।

Comments