উবার চালকরাও দেখতে পাবেন গন্তব্য-পেমেন্ট পদ্ধতি
উবার বাংলাদেশ তাদের অ্যাপে নতুন কিছু আপডেট এনেছে। এতে উবার চালকদের অ্যাপে বহুল প্রতীক্ষিত কয়েকটি দাবি পূরণ হতে যাচ্ছে।
উবার জানিয়েছে চালকরা এখন থেকে রাইড শুরুর আগে যাত্রীর গন্তব্য এবং অর্থ পরিশোধের পদ্ধতি অ্যাপে দেখতে পাবেন।
সোমবার এক ঘোষণায় উবার এ তথ্য জানিয়েছে।
উবার জানায়, আগামী দিনে আরও কিছু নতুন 'ইনসেনটিভ' ও 'অফার' নিয়ে আসবে রাইড শেয়ারিং সংস্থাটি।
রাইড বাতিল করা উবার চালকদের বিরুদ্ধে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ। অন্যদিকে, চালকদের অভিযোগ ছিল যে তারা রাইড গ্রহণ করার আগে গন্তব্য এবং অর্থ পরিশোধের পদ্ধতি দেখতে না পারায় তাদের রাইড বাতিল করতে হতো।
Comments