কক্সবাজারে ব্রাজিল সমর্থকের বিষপান
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের পরাজয়ে কক্সবাজারের রামুতে দলটির এক সমর্থক বিষপান করেছেন। বিষপানকারী কামাল উদ্দীন (২৬) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।
আজ সকালে কামাল উদ্দীনকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. এফাজুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে কামালের পাকস্থলী পরিষ্কার করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
গ্রামবাসীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক। আজ সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে বিষপান করে। লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
Comments