কর্মস্থলে ফিরতে পাটুরিয়া ঘাটে মানুষের ঢল

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের ঢল দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ফেরি ও লঞ্চ পার হয়ে কর্মস্থলে যাচ্ছেন মানুষ।
ছবি: সংগৃহীত

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের ঢল দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ফেরি ও লঞ্চ পার হয়ে কর্মস্থলে যাচ্ছেন মানুষ।

করোনা মহামারি মোকাবিলায় সরকার ২৩ জুলাই মধ্য রাত থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে। ফলে, ঈদ শেষে রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলায় ফিরতে শুরু করেন কর্মমুখী মানুষ।

এদিকে আজও ঘরমুখী মানুষের চাপ দেখা গেছে। যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশতাধিক ছোট গাড়িকে পারের অপেক্ষায় ছিল।

যাত্রীরা বলছেন, ঈদের আগে যানবাহনে অনেক যাত্রীর চাপ ও ভোগান্তি এড়াতে ঈদের পরের দিন যাচ্ছি। যেন ভালোভাবে যেতে পারি।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ফেরি চালু আছে। অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পার করা সম্ভব হবে।’

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Six die of dengue in a day

At least six dengue patients have died in the past 24 hours till this morning, marking the highest number of single-day dengue deaths recorded this year

24m ago