হালদা থেকে ১৫ কেজি ওজনের মা মাছ শিকার

হালদা নদী থেকে অবৈধভাবে ১৫ কেজি ওজনের একটি মা কাতলা মাছ ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে যান একজন চোরা শিকারি। তবে, স্থানীয় প্রশাসনের অভিযানের খবর পেয়ে মাছ রেখে পালিয়ে যান ওই বিক্রেতা।
গতকাল বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম গোপন সূত্রে খবর পেয়ে হাটহাজারীর মেখল ইউনিয়নের মোজাফফরাবাদ কাঁচাবাজারে অভিযান চালিয়ে মা মাছটি জব্দ করেন।
এ বিষয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয় কিছু বিবেকহীন মানুষ হালদা নদী থেকে বড়শি দিয়ে ১৫ কেজি ওজনের মা মাছটি ধরে স্থানীয় বাজারে আনে বিক্রির জন্য।’
তিনি আরও বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাছটি জব্দ করি। আমাদের অভিযানের খবর পেয়ে বিক্রেতা মাছ রেখে পালিয়ে যায়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে, স্থানীয় কিছু লোভী মানুষ তাদের লোভ সংবরণ করতে না পেরে মূল্যবান মা মাছ হত্যা করছে।’
এভাবে মা মাছ হত্যা অবশ্যই বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্থানীয়দের মা মাছের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে। মা মাছ ছাড়া হালদা নদী মরে যাবে।’
Comments