গাবতলীতে টিকিট সংকট
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশব্যাপী চলমান কঠোর লকডাউন গতকাল বুধবার মধ্যরাত থেকে শিথিলের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষকে টিকিট সংকটে পড়তে দেখা গেছে।
দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান বলেছেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে অনেককে টিকিটের আশায় টার্মিনালের বারান্দায় বসে থাকতে দেখেছি। সেখানে জানা গেছে বড় বড় কোম্পানির গাড়ির টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।’
ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ি রাজশাহীতে যাওয়ার জন্যে ছোট বাচ্চাকে কোলে নিয়ে সকাল ১০টা থেকে গাবতলীতে বসেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। তিনি ডেইলি স্টারকে জানিয়েছেন, টিকিট না পাওয়ায় তিনি টার্মিনালে বসে আছেন। তার স্বামী টিকিটের খোঁজ করছেন।
মাজেদুল ইসলাম নামের এক যাত্রী ডেইলি স্টারকে জানিয়েছেন, তিনি অনেক কষ্টে সকাল ৭টায় টিকিট কিনেছেন। তার গাড়ি ছাড়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু, সকাল সোয়া ১১টার সময়ও গাড়ি টার্মিনালে আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে জানিয়ে যে রাস্তায় যানজটের কারণে গাড়ি আসতে দেরি হচ্ছে।
শ্যামলী পরিবহনের গাবতলী কাউন্টারে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আমাদের ৫০ শতাংশ আসন নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই টিকিট পাওয়া যাচ্ছে না। আগে যে গাড়িতে ৪০ জন যেতে পারতেন এখন সেখানে ২০ জন যেতে পারছেন। তাই চাপ মনে হচ্ছে। কিন্তু, আসলে কোন চাপ নেই।’
হানিফ পরিবহনের গাবতলীর কাউন্টারে এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ডেইলি স্টারকে বলেছেন, ‘সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীরা অগ্রিম টিকিট কেটে নিয়েছেন। এছাড়াও যানজটের কারণে গত রাতে ছেড়ে আসা গাড়িগুলো ঢাকায় পৌঁছতে পারেনি। সে জন্যে গাড়ি কম বলে মনে হচ্ছে।’
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা শাহীন মোল্লা বলেন, ‘অনেক যাত্রী অভিযোগ করেছেন মাঝে-মধ্যে টিকিট পাওয়া গেলেও তা স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ রাখা হচ্ছে।’
এ বিষয়ে কয়েকটি বাস কাউন্টার থেকে ডেইলি স্টারকে বলা হয়েছে, তারা খরচ পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে দুই সিটের ভাড়া নিচ্ছেন।
গাবতলীর ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত সার্জেন্ট মাসুদ রানা ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় সকালে ভ্রাম্যমাণ আদালত গাবতলীতে ১৩টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।’
Comments