চট্টগ্রামে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় রাস্তার পাশে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বুধবার ভোর ৬টার দিকে মুছাপুর ইউনিয়ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, শিশুটির অভিভাবকদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।
তিনি বলেন, 'শিশুটিকে কোনো গরম কাপড় ছাড়াই রাস্তায় ফেলে রাখা হয়েছিল।'
স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপক আকবর হোসেন বলেন, '৩ কেজি ওজনের শিশুটি এখন চিকিৎসাধীন আছে। তার অবস্থা স্থিতিশীল।'
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা ডেইলি স্টারকে জানান, অনেক দম্পতি নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
Comments