চট্টগ্রাম থেকে বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইট চালু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা ও মদিনা রুটে ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

আজ বুধবার ৪১৭ জন হজযাত্রী নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে যাত্রা করেছে বিজি-৩২১১ হজ ফ্লাইট।

বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি ও চট্টগ্রাম-মদিনা রুটে দুটি ফ্লাইটসহ এ বছর তারা মোট ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে।

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব-এর চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম এবং আটাব-এর চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ সালাহউদ্দিন।

Comments

The Daily Star  | English

No agreement on ‘humanitarian corridor’ for Rakhine: national security adviser

Khalilur clarified that UN secretary-general did not use the term "corridor", which he said carries specific implications

2h ago