চট্টগ্রাম

চমেকে করোনায় মৃত নারীর মরদেহ নিতে আসেনি কেউ

Corona Dead Body
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) বুধবার দিবাগত রাত দেড়টার দিকে করোনা আক্রান্ত এক নারী মারা গেছেন। তবে, তার মৃত্যুর পর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ নিতে আসেননি স্বামী বা স্বজনরা।

চমেক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে মোজাম্মেল নামে একজন হাসপাতালের করোনা ওয়ার্ডে আসমা আক্তারকে (৩৮) ভর্তি করান। ভর্তির সময় তিনি নিজেকে আসমার স্বামী হিসেবে পরিচয় দেন। ওয়ার্ডের রেজিস্ট্রারে মোজাম্মেলের ঠিকানা চট্টগ্রাম শহরের ডাবল মুরিং এলাকায় বলে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসমাকে ওয়ার্ডে ভর্তি করিয়ে মোজাম্মেল হাসপাতাল থেকে চলে যান। তারপর আর কেউ তার খোঁজ নিতে আসেনি।’

তিনি আরও বলেন, ‘বুধবার রাত দেড়টার দিকে আসমা করোনা ওয়ার্ডে মারা যান। মৃত্যুর পর আমরা মোজাম্মেলকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। রেজিস্ট্রারে দেওয়া ফোন নম্বরটিও বন্ধ।’

চমেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক শিলাব্রত বড়ুয়া বলেন, ‘আসমার মরদেহটি চমেক মর্গে রাখা হয়েছে। ডাবল মুরিং থানা পুলিশকে আমরা বিষয়টি জানিয়েছি। তারা মোজাম্মেলের ঠিকানা যাচাই করছে।’

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

59m ago