চালু হলো ঢাকা নগর পরিবহন

ব্যস্ততম নগরী রাজধানী ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালু হলো ঢাকা নগর পরিবহন। আজ রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কার্যক্রমের উদ্বোধন করেন। সচিবালয় থেকে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন।
বাস রুট র্যাশনালাইজেশনের প্রথম ধাপে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমটার পথে চলবে বাস।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশে অনেক ফ্লাইওভার, অনেক আন্ডার পাস, অনেক ফোর লেন-সিক্স লেন আমরা করেছি। অবকাঠামোগত এত উন্নয়ন হওয়ার পরও স্বস্তি পাচ্ছি না। কারণ আমরা যতই উন্নয়ন করি, এসব উন্নয়নের সুফল যদি জনগণ না পায় তাহলে উন্নয়নের যে অর্থ সেটা ব্যর্থ হয়ে যায়।
তিনি বলেন, আমাদের উন্নয়নকে ম্লান করে দেয় কতগুলো সমস্যা। আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ সড়কে শৃঙ্খলা-পরিবহনে শৃঙ্খলা। পরিবহন আর সড়কে যদি শৃঙ্খলা না থাকে এসব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছর যে বড় বড় প্রকল্পের আমরা উদ্বোধন করতে যাচ্ছি, তার সুফল আমরা পাব না। কাজেই চ্যালেঞ্জ অতিক্রমে নেওয়া মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আজ আমার সহকর্মী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের উদ্যোগে বাস রুট র্যাশনালাইজেশন প্রকল্প চালু হতে যাচ্ছে।
কেরানীগঞ্জের ঘাটার চর, মোহাম্মপুর থেকে গুলিস্তান-মতিঝিল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও কাঁচপুর পর্যন্ত পরীক্ষামূলক বাস সার্ভিস চালু হচ্ছে। দুর্ঘটনা যেমন আমাদের দুর্ভাবনা, তেমনই যানজটও আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। এ দুটি বিষয় মাথায় রেখে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনের দুজন তরুণ মেয়র যে উদ্যোগ নিয়েছেন, আমি তার সাফল্য কামনা করি—বলেন ওবায়দুল কাদের।
Comments