ছেলের মৃত্যুর ১ ঘণ্টার পর মায়ের মৃত্যু

মানিকগঞ্জে ছেলের মৃত্যুর ১ ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বলেছেন, ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানান, ছেলে অমল রায় (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ৬টায় মারা যান। উঠানে ছেলের মরদেহের পাশে বসে কাঁদতে কাঁদতে সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা শোভা রায় (৮০)।

মৃত অমল রায় আন্ধারমানিক গ্রামের মৃত ননী গোপাল রায়ের ছেলে। অমল রায় ও তার ভাই বিমল রায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে নিজেদের বাইসাইকেলের দোকানে কাজ করতেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন।

Comments