টিকা নিয়ে চিন্তার কোনো কারণ নেই: সেতুমন্ত্রী

Obaidul Quader
ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির প্রতি করোনা টিকা নিয়ে মিথ্যা রটানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সে সময় তিনি করোনাভাইরাস-রোধে লকডাউনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও নিম্ন-আয়ের মানুষের জন্যে সরকার কিছু করছে না—বিএনপির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

কাদের বলেন, আওয়ামী লীগ ঈদুল আজহার আগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে। আমরা সবার প্রতি দরিদ্রদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছি।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, টিকা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্যে টিকা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি জনগণকে দেওয়া তার প্রতিশ্রুতিতে অটল রয়েছেন।

জনগণকে আশ্বস্ত করে কাদের বলেন, করোনা টিকা ইতোমধ্যে দেশে আসতে শুরু করেছে। প্রয়োজনীয় টিকা সময়মতো আসবে, তিনি বিএনপিকে এটির প্রাপ্তিতা নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।

এই আওয়ামী লীগ নেতা বলেন, সরকার ঈদের আগে নতুন প্যাকেজ সহায়তা ঘোষণা করেছে। দলের সদস্যদের এই প্যাকেজের অর্থের যেন অপব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। এই সহায়তা অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হবে। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সরকার সহ্য করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

কাদের জনগণকে করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, মানুষ যদি মাস্ক পরিধান করত, শারীরিক দূরত্ব বজায় রাখত ও পরিষ্কার-পরিচ্ছন্নভাবে চলত, তবে, লকডাউন দেওয়ার প্রয়োজন পড়ত না।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

21m ago