ট্রেন আটকে রেখে ঘুষ-দুর্নীতির প্রতিবাদ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন আটকে রেখে ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে রেখে কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগ ও স্থানীয় রেল কর্মচারীরা এ প্রতিবাদ সভার আয়োজন করে।
স্টেশনের লোকোশেড ইনচার্জ বিমল কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাকে বদলির দাবি তোলা হয়।
জানতে চাইলে কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'লোকোশেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাসের ঘুষ বাণিজ্যের প্রতিবাদে কুলাউড়া রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১০ মিনিট আটকে রেখে এ প্রতিবাদ জানান স্থানীয় রেল কর্মচারীরা।'
রেল কর্মচারীরা বক্তব্যে বলেন, 'কুলাউড়া লোকোশেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাস গত বছরের আগস্ট থেকে এখানে দায়িত্ব পান। এ লোকোশেডের অধীনে কুলাউড়া ও সিলেট ২টি লোকোশেড নিয়ন্ত্রিত হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি তার অধীনস্থদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়া এবং কমিশন বাণিজ্য শুরু করেন।'
কেউ এর প্রতিবাদ করলে তাকে বদলি, বরখাস্ত করার হুমকি দেওয়া হয় বলে জানান কর্মচারীরা।
রেলওয়ে শ্রমিক লীগের সহসম্পাদক মোশারফ হোসেন বলেন, 'ছুটি চাইলেও বিমল কান্তিকে টাকা দিতে হয়। এছাড়াও পদের প্রভাব খাটিয়ে তিনি কর্মচারীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা শুরু করেন। লোকোশেডের নারী সুইপারকে দিয়ে তিনি তার বাসায় কাজ করিয়েছেন, এমন অভিযোগও আছে।'
'তার এসব অনিয়মে লোকোশেডের কর্মচারীরা অতিষ্ঠ হয়ে এর থেকে পরিত্রাণ পেতে প্রধান যান্ত্রিক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন,' বলেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে কুলাউড়া লোকোশেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন।'
Comments