ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি, বরিশালে ১৪ পুলিশ সাময়িক বরখাস্ত

নির্বাচনের আগে পদোন্নতি চায় পুলিশ

বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গৌরনদী ও উজিরপুর থানার ওই ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাতের টহল ডিউটি পালনে গাফিলতির অভিযোগে বিভাগীয় মামলাও করা হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন-গৌরনদী থানার এসআই গফফার হোসেন, এসআই ছগির হোসেন, এএসআই সোহরাব হোসেন, কনস্টেবল ইকবাল, কনস্টেবল কামাল, কনস্টেবল আবদুল হক রানা, কনস্টেবল মুরছালিন, কনস্টেবল নয়ন, কনস্টেবল অমৃত, কনস্টেবল মেহেদী এবং উজিরপুর থানার এসআই মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল ইমরান হোসেন।

সাময়িক বরখাস্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে ডিআইজি কার্যালয় সূত্র জানিয়েছে।

ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, গত ২ জুন ভোরে পুলিশের বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় 'অজ্ঞাতনামা' চোর মোটরসাইকেল চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে উজিরপুর ও গৌরনদী ও ভাঙ্গা থানা অতিক্রম করে।

এ মহাসড়কে রাতে যাদের দায়িত্ব পালনের কথা ছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন না করায় চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমরা মনে করি এখানে যাদের ডিউটি ছিল, তাদের গাফিলতির কারণেই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই কর্তব্য পালনে গাফলতি থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।'

ডিআইজি আরও জানান, তদন্তে ওই পুলিশ সদস্যের গাফিলতি পাওয়ায়, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখন প্রতি দুই ঘণ্টা পরপর কত গাড়ি মহাসড়কে চলাচল করছে, তা দেখা হচ্ছে এবং প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে বলে জানান তিনি।
 

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

8h ago