বদলির চিঠি ছিঁড়ে ১২ এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে চিঠি ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন: অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, সিফাত-ই-মরিয়ম, যুগ্ম-কর কমিশনার মাসুমা খাতুন, মুরাদ আহমেদ, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, মোনালিসা শাহরীন সুস্মিতা, মো. আশরাফুল আলম প্রধান, উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, নুশরাত জাহান শমী, ইমাম তৌহিদ হাসান শাকিল ও শাহাদাত জামিল।
আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ জুন জারি হওয়া বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা 'ঔদ্ধত্যপূর্ণ' আচরণ করেছেন।
এনবিআর জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে।
বরখাস্ত অবস্থায় তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বরখাস্ত কর্মকর্তারা সম্প্রতি গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এই পরিষদ গত ২৮ ও ২৯ জুন দেশব্যাপী কর্মবিরতির ডাক দেয়, যার ফলে রপ্তানি-আমদানি কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটে।
সাময়িক বরখাস্তকৃত অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এই পরিষদের সভাপতি ছিলেন।
এদিকে, দুর্নীতির অভিযোগে ১৬ জন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে তিন ধাপে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারের সাম্প্রতিক এসব শুদ্ধি অভিযানের মধ্যেই আরও চার সিনিয়র কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠানো হয় এবং চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Comments