ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হতে পারে মোটরসাইকেল

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
একপ্রেসওয়ে। স্টার ফাইল ছবি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন বলেন, 'আমরা ইতোমধ্যে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার একটি প্রস্তাব পাঠিয়েছি।'

আজ বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তরে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শেষে তিনি জানান, তবে সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর আজ কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনের পরিচালনায় এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ, যানবাহন থেকে টোল সংগ্রহ এবং এক্সপ্রেসওয়েতে আইটিএস স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে।

এর আগে ২৭ জুন সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সেতু কর্তৃপক্ষ।

Comments