তাজিয়া মিছিলের অনুমতি দাবি মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ীর

আশুরা
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের অনুমতির দাবিতে সংবাদ সম্মেলন করে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী কর্তৃপক্ষ। ছবি: স্টার

পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করার অনুমতি দাবি করেছে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী। আজ বৃহস্পতিবার গড়পাড়া ইমামবাড়ী কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে তাজিয়া মিছিলের তাৎপর্য, গড়পাড়া ইমামবাড়ীর শত বছরের ইতিহাস তুলে ধরা হয়।

তারা বলেন, করোনা প্রাদুর্ভাবে দুই বছর বন্ধ থাকার পর এবার যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালনের উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী। আগের মতো এবারও ১০ দিনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অনুমতির জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।

ইমামবাড়ীর খাদেম শাহ আরিফুর রহমান বলেন, 'ইয়াজিদের হাত থেকে ইসলামকে সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে অকাতরে জীবন উৎসর্গ করা ইমাম হোসাইন (আ.), তার পরিবার এবং অনুসারীদের জন্য গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা ও সম্মান জানাতে গত ১০০ বছর ধরে গড়পাড়া ইমামবাড়ীর উদ্যোগে তাজিয়া মিছিল হচ্ছে।'

শাহ শাহজাদা রহমান বলেন, 'এবার গড়পাড়া ইমামবাড়ী থেকে ১ মহররম কাসেদের দল বের হয়ে দেশের বিভিন্ন জেলায় অশ্রুসজল চোখে জারি, মর্সিয়া ও মাতমের মাধ্যমে ইমাম হোসাইন (আ.) এর মহান আত্মত্যাগের কথা ও শোক গাঁথা পরিবেশন করবে। সেই সঙ্গে ইমামবাড়ীতে ১০ দিনব্যাপী পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল, ফাতেহা, জিয়ারত, নেয়াজ ও মর্সিয়া মাতম এবং আলোচনা হবে। আগামী ১০ মহররম গড়পাড়া ইমামবাড়ী থেকে দুলদুল, তাজিয়া, কারবালা যুদ্ধের স্মৃতিবহনকারী লাল, কালো ও সবুজ নিশান এবং অন্যান্য সামানাসহ দেশের সর্ববৃহৎ শোক মিছিল বের হবে। জেলা শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে অবস্থান নেবে এবং সেখানে ইফতার ও মাগরিবের নামাজ শেষে কারবালার শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আশুরার তাৎপর্যের ওপর আলোচনা হবে।

শাহ তাজিনুর রহমান বলেন, 'গড়পাড়া ইমামবাড়ীর মিছিল এই জেলার ঐতিহ্য। সব ধর্মাবলম্বী মানুষ এতে অংশ নেন। মিছিলে অংশ নিতে দেশের বাইরে থেকেও লোকজন আসেন।'

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, 'জেলা শহরে তাজিয়া মিছিলের অনুমতি দেওয়া হবে। পুলিশ সদস্যরা মিছিলে নিরাপত্তা দেবে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago