তেঁতুলতলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর আজ সকালে তেঁতুলতলা খেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
থানা নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে থাকা এলাকার বাসিন্দারা খেলার মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি।
এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, 'আমরা খুশি ঈদের নামাজ এখানে পড়তে পেরেছি। আমরা আশা করিনি যে আমরা এখানে আর নামাজ পড়তে পারব।'
তিনি বলেন, জামাতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয় যা স্থান স্বল্পতার কারণে রাস্তায় পৌঁছেছিল।
তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদে সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছিলেন সৈয়দা রত্না। তিনি জানান, সবাই এখানে ঈদের নামাজ পড়তে পারায় অত্যন্ত খুশি।
চলতি বছরের ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার ভবন নির্মাণের জন্য খেলার মাঠটি ডিএমপির কাছে হস্তান্তর করে। কয়েক মাস ধরে, শিশুদের স্বার্থে এটিকে সেভাবে রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
পরিবেশবাদী ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ এপ্রিল তেঁতুলতলাকে খেলার মাঠ হিসেবে রাখার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত থাকবে, তবে তা পুলিশের এখতিয়ারে থাকবে।
ঘোষণার পর থেকে শিশুরা আবার মাঠে খেলা শুরু করেছে।
Comments