আগুন প্রায় নিয়ন্ত্রণে, আপাতদৃষ্টিতে ভয়ের কিছু নেই: সেনাবাহিনী

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে লাগা আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ariful_ctg_depot.jpg
ছবি: রাজীব রায়হার/স্টার

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে লাগা আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সর্বশেষ পরিস্থিতি জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আরবান রেসকিউ অ্যান্ড সার্চ টিমের সদস্য ও কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল।

তিনি বলেন, আপাত দৃষ্টিতে ভয়ের আর কিছু নেই।

আরিফুল ইসলাম বলেন, বিপজ্জনক আর কিছু আছে কি না এটা নিয়ে কাজ করা হচ্ছে। স্পেশালিস্টরা আছেন, তারা দেখছেন। তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাব। তাদের কাছ থেকে জানতে পারবো আর কোনো বিপদ হওয়ার সম্ভবনা আছে কি না। আমরা বলতে পারি আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন ধোঁয়া বের হচ্ছে। কনটেইনারে কাপড়ের জিনিসপত্র আছে, ওই জিনিসগুলোতে যখন পানি দেওয়া হচ্ছে তখন ধোঁয়া বের হচ্ছে। আপাতদৃষ্টিতে ভয়ের কিছু নেই বলে আমি মনে করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে হতাহত যাতে আর না ঘটে সেটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। আরেকটু সময় নিচ্ছি যাতে আর কোনো হতাহতের ঘটনা না হয়। যেসব কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে সেগুলোর আশে পাশে আমরা কম যাচ্ছি, কম যেতে দিচ্ছি। ফায়ার সার্ভিসের লোকজন কম যাচ্ছে কারণ আমরা আর কোনো হতাহত চাই না। আমাদের মূল লক্ষ্য হলো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আর যাতে না বাড়ে।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

5h ago