‘আমার ছেলে জীবিত ফিরল না, ফিরল লাশ হয়ে’

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন রিদু আলম (২৫)। আজ বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রিদুর মরদেহ শনাক্ত হয়।
রিদুর ছবি হাতে হাসপাতালে বাবা জাফর আহমেদ। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন রিদু আলম (২৫)। আজ বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রিদুর মরদেহ শনাক্ত হয়।

তিনি গতকাল রাত ৯টার সময় শেষবার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলেন বলে জানিয়েছে তার পরিবার

মৃত রিদু ফোনে মা'কে বলেছিলেন, 'আগুন আমাদের থেকে অনেক দূরে আছে। মা তোমরা চিন্তা করো না। আমি জীবিত ফিরব।'

রিদুর বাবা জাফর আহমেদ (৬৮) দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টার সময় ও তার মায়ের সঙ্গে কথা বলে রিদু। সে মা'কে বলেছিল, মা তোমরা চিন্তা করো না। আমি জীবিত ফিরব। এর দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে তাকে ফোন করা হলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।'

তিনি আরও বলেন, 'পরে আমার মেজ ছেলে নেজামউদ্দিন ঘটনাস্থলে যাই। অনেক খুঁজেও রিদুকে সেখানে পাওয়া যায়নি। সারারাত খুঁজে আজ বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রিদুর মরদেহ শনাক্ত করা হয়। আমার ছেলে জীবিত ফিরল না। সে ফিরেছে লাশ হয়ে।'

Comments