সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

সকাল ১০টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত বগিটি নিয়ে সীতাকুণ্ড ছেড়েছে ট্রেনটি
পাহাড় ধস
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত বগিটি নিয়ে সীতাকুণ্ড ছেড়েছে দুর্ঘটনা কবলিত চট্টলা এক্সপ্রেস ট্রেনটি।

এর আগে সকাল ৭টার দিকে উপজেলার শুকলাল হাটে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছিল। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুমিরা স্টেশন মাস্টার সাইফুদ্দিন বশির বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটি সীতাকুণ্ড ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে কর্ণফুলী ও সাগরিকা এক্সপ্রেস নামে আরও দুটি ট্রেন এই লাইনে চলাচল করেছে।

ভাটিয়ারি স্টেশন মাস্টার সঞ্জীব দাস বলেন, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারিতে আটকে পড়েছিল। তবে লাইনচ্যুত বগি উদ্ধারের পর সেটি চলে গেছে।

রেলওয়ে বিভাগীয় কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম এক্সপ্রেস ফাজিলপুর স্ট্রেশন ক্রস করেছে।

তবে ট্রেনের বগি লাইনচ্যুতির কারণ এখনো জানা যায়নি।

 

Comments