উল্টোপথে মোটরসাইকেল, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

গাজীপুর মহানগরের কোনাবাড়ী উড়াল সেতুর ওপর মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১ শিশুসহ ৪ জন আহত হয়েছে।
কোনাবাড়ী উড়াল সেতুর ওপর মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী উড়াল সেতুর ওপর মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১ শিশুসহ ৪ জন আহত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উড়াল সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক পোশাককর্মী শাহীন (৩২), তার বন্ধু শামীম (৩১) ও রাজু মিয়া। নিহতরা কোনাবাড়ী কলেজগেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহতরা মোটসাইকেলযোগে উড়াল সেতুর ওপরে উল্টোপথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শাহীন ও শামীম ছিটকে সেতু থেকে নিচে পড়ে যান। রাজু ও তার কোলে থাকা শিশু রাইসাসহ প্রাইভেটকারের যাত্রীরা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন, শামীম ও রাজুকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত শিশু রাইসাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Comments