কারখানা চালু ও বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মহাসড়কের বাসন থানা এলাকার ভোগড়া বাইপাস সংলগ্ন ফ্লাইওভারের কাছে অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

গাজীপুরে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক মহাসড়কের বাসন থানা এলাকার ভোগড়া বাইপাস সংলগ্ন ফ্লাইওভারের কাছে অবরোধ কর্মসূচি  শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।'

পুলিশ জানায়, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটিতে এক হাজার ১০০ শ্রমিক কর্মরত আছেন এবং এটি ওভেন ক্যাটাগরিভুক্ত একটি কারখানা। কারখানাটি বিজিএমইএ-এর সদস্য।

শ্রমিকরা জানান, ফ্যাক্টরি স্থানান্তরজনিত অসন্তোষ ও এ বছরের জুলাই মাসের বেতনের দাবিতে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা কারখানা চালুর দাবিতে আন্দোলন করছি।

এর আগে, গত ১১ আগস্ট মালিকপক্ষ ১৩(১) ধারা মোতাবেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়।

এদিকে শ্রমিকদের বিক্ষোভে চৌধুরীবাড়ি এলাকার কয়েকটি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে শিল্প পুলিশের দুটি দল মোতায়েন রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে রোয়া ফ্যাশন লিমিটেডের মালিক এনায়েত করিম বলেন, 'শ্রমিকরা এক মাসের বেতন পাবেন। আমি টাকা পরিশোধ করে দেব। টাকা পরিশোধ করার জন্য জমি বিক্রি করছি। টাকা হাতে পেলে বকেয়া পরিশোধ করব। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh, Malaysia to take part in regional peace mission to Myanmar

Securing peace in Myanmar is a great priority, said Malaysian Prime Minister Anwar Ibrahim at a joint press conference today

1h ago