গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

জাহিদুল ব্যাপারী। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলার ইউপি নির্বাচন চলাকালে একটি ভোট কেন্দ্রের পাশে গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল ব্যাপারী (১৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া। সেখান থেকে রুবায়েত ও রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত জাহিদুল নগরকান্দার পাঁচ কাইচাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চলমান ইউপি নির্বাচনের মাঠে বেলুন বিক্রির উদ্দেশ্যে শ্রমিক হিসেবে ৩ জন তরুণ ও কিশোরকে সঙ্গে নিয়ে যান। সেখানে তারা দুপুর ১২টার দিকে গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে বেলুন বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এসময় জাহিদুল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'বদরপাশা ইউপি নির্বাচনে একটি ভোট কেন্দ্রের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

2h ago