ট্রাকচাপায় নোবিপ্রবি শিক্ষার্থী নিহত

ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদার নিহত হয়েছেন।
নিহত অজয় মজুমদার। ছবি: সংগৃহীত

ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদার নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টায় নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নোবিপ্রবি প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অজয় বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে জেলা শহর মাইজদীর মেসে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, 'পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ তাদের আটক করতে চেষ্টা করছে।'

Comments

The Daily Star  | English

Containing dengue: The deaths belie claims of success

The crisis has reached a stage where a victim's family now accepts its fate as an unavoidable misfortune

39m ago