নরসিংদীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে আমীরগঞ্জের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী‌ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, 'দুপুর সোয়া একটার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সুজাত ও আনিস মারা যান এবং ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহীনের মৃত্যু হয়।'

দুর্ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রেল পুলিশের এই কর্মকর্তা নিহত ৩ জনের নাম-পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালীহর মাইজপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার আবদুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩) ও ইব্রাহিম খানের ছেলে আনিস খান (২৪)।

আহতরা হলেন- পিকআপভ্যানের চালক গোপালগঞ্জ জেলার বাসিন্দা লুৎফর রহমান মুন্সির ছেলে ইমরান হোসেন (২৮) ও নেত্রকোনা জেলার আবদুল জলিলের ছেলে শাহজাহান মিয়া (২০)।

Comments