নরসিংদীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে আমীরগঞ্জের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী‌ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, 'দুপুর সোয়া একটার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সুজাত ও আনিস মারা যান এবং ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহীনের মৃত্যু হয়।'

দুর্ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রেল পুলিশের এই কর্মকর্তা নিহত ৩ জনের নাম-পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালীহর মাইজপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার আবদুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩) ও ইব্রাহিম খানের ছেলে আনিস খান (২৪)।

আহতরা হলেন- পিকআপভ্যানের চালক গোপালগঞ্জ জেলার বাসিন্দা লুৎফর রহমান মুন্সির ছেলে ইমরান হোসেন (২৮) ও নেত্রকোনা জেলার আবদুল জলিলের ছেলে শাহজাহান মিয়া (২০)।

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

9h ago