বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ৩ নিরাপত্তাকর্মী নিহত

বান্দরবানে বেড়াতে গিয়ে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

বান্দরবানে বেড়াতে গিয়ে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানচির জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-জয়নাল আবেদীন, হামিদুল ইসলাম ও মঞ্জুর আলম।

দুর্ঘটনায় হতাহতরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিকিউরিটি ইউনিটের কর্মী বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তারা ব্যক্তিগতভাবে সেখানে বেড়াতে গিয়েছিলেন বলে জানান তিনি।

হতাহতরা পর্যটক ছিলেন উল্লেখ করে পুলিশ কর্মকর্তা অশোক কুমার পাল বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে বুয়েটের নিরাপত্তা কর্মীদের বহনকারী মাইক্রোবাসটি থানচির জীবননগর এলাকায় পাহাড়ের খাদে পড়ে যায়।'

এতে ঘটনাস্থলেই মঞ্জুর মারা যান। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে হামিদুর এবং হাসপাতালে যাওয়ার পর জয়নাল মারা যান বলে জানান এএসপি অশোক।

তিনি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments