সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

বাবা হাসপাতালে কাতরাচ্ছেন, ছেলে নিখোঁজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আছে কিশোর শহীদুল ইসলাম। একই ঘটনায় শহীদুলের বাবা জাকির হোসেন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিখোঁজ শহীদুলকে খুঁজছেন মামা শাহজাহান। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আছে কিশোর শহীদুল ইসলাম। একই ঘটনায় শহীদুলের বাবা জাকির হোসেন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শহীদুলের মামা শাহজাহান সন্ধ্যা ৬টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাগ্নের বয়স আনুমানিক ১৫-১৬ বছর। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি সেখানে পিওনের কাজ করত। ঘটনার পর থেকে শহীদুল নিখোঁজ আছে। কাল সর্বশেষ মায়ের সঙ্গে কথা বলেছিল শহীদুল। পরে তার নাম্বার বন্ধ পাওয়া গেছে।'

মামা শাহজাহান ভাগ্নের ছবি নিয়ে রাত থেকে ঘটনাস্থল ও হাসপাতালে ঘুরছেন।

তিনি বলেন, 'আমি ভাগনেকে পাগলের মতো খুঁজছি। এখনো পর্যন্ত কোনো সন্ধান পাইনি।'

তিনি আরও বলেন, 'শহীদুলের বাবা জাকির হোসেন চোখে ও কানে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। দুলাভাইয়ের চোখের আঘাত গুরুতর। চোখে কেমিকেল পড়েছে। দুলাভাই সেখানে ক্লিনারের কাজ করতেন।' 

Comments