বিএম ডিপো থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া

বিএম ডিপো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রাজিব রায়হান/স্টার

আগুন নিভে যাওয়ার কথা বলা হলেও সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

মূলত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কনটেইনার থেকে ধোঁয়া বের হয়ে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঘটনাস্থলে এই চিত্র দেখা গেছে। তবে ডিপোর সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেননি। গণমাধ্যম কর্মীদের ডিপোতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফায়ার সার্ভিসের বেশ কিছু গাড়ি ডিপোর ভেতর রয়েছে এবং এখনো ডিপোর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ছবি: রাজিব রায়হান/স্টার

এর আগে, গতকাল দুপুরে ৮৬ ঘণ্টা পর ডিপোর আগুন নিভেছে বলে জানায় সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল সেসময় বলেন, 'দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে। আগুন আর জ্বলছে না। কনটেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়াতেই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। আর কোনো মরদেহ পাইনি। কিন্তু আপনারা দেখেছেন একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কি না তা এখনই বলা সম্ভব নয়।'

Comments

The Daily Star  | English

Yunus expresses satisfaction over reform talks progress

Conveyed optimism commission will be able to formulate national charter within expected timeframe

2h ago