চট্টগ্রামে টেরিবাজারের কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামের টেরিবাজারে একটি ছয়তলা ভবনের কাপড়ের গুদামে আগুন লেগেছে।
আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ছয়তলা ভবনের প্রথম তলার গুদামে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টেরিবাজার বন্দরনগরীর অন্যতম ব্যস্ততম এলাকা। এখানে বেশকিছু পোশাক ও কাপড়ের বাজার আছে এবং ঈদের কেনাকাটার জন্য বেশ জনপ্রিয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৩টি ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।
Comments