মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মাদারীপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যাবসায়ী খায়রুল (৪৫) ও  পিকআপচালক সাদ্দাম হোসেন (২২) নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'দুর্ঘটনায় নিহত ২ জনের একজন আম ব্যাবসায়ী এবং অন্যজন পিকআপচালক। আমব্যাবসায়ী খায়রুল (৪৫) নওগা জেলার সরাইকান্দির সিরাজুল ইসলামের ছেলে এবং পিকআপচালক সাদ্দাম হোসেন (২২) একই জেলার পেরোয়ার গাওগারিয়ার রহিজউদ্দিনের ছেলে। তারা নওগাঁ থেকে একটি পিকআপ ভ্যানে আম নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।'

তিনি আরও বলেন, 'এসময় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাদ্দাম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আম ব্যবসায়ী খায়রুলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago