
মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় ট্রাকচাকায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ জন হলেন- রওশানারা বেগম (৪৫) ও তার মেয়ে আল্লাদি আক্তার (২০)।
মোস্তফাপুর হাইওয়ে থানার এসআই জুয়েল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিম দিয়া গ্রামের বাসিন্দা তারা। সকালে মা ও মেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা টেকেরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বৌলগ্রাম এলাকার স্পিডব্রেকার পার হওয়ার সময় উল্টে গিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তাদের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন।'
তিনি আরও বলেন, 'স্থানীয়রা ট্রাকটি জব্দ করে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে। খবর পেয়ে রাজৈর থানা ও মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।'
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর থেকে চালক পলাতক আছেন। আমরা তাকে আটকের চেষ্টা করছি। এ বিষয়ে মামলা হবে কিনা মোস্তফাপুর হাইওয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে।'
Comments