যাত্রাবাড়ীতে বাসচাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীতে সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত হাবিবা ইসলাম মিথিলা (১৭) সাইনবোর্ড এলাকার তামিরুল মিল্লাত মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানা পুলিশ মিথিলাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় শীতল পরিবহনের একটি বাস মিথিলাকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় পেছনে বসা মিথিলা সড়কে ছিটকে পড়লে ওই বাসের নিচেই চাপা পড়ে সে।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান আরিফুর।

নিহত মিথিলার 'বন্ধু' মোটরসাইকেল চালক মো. শরিফুল ইসলাম জানান, ‍যাত্রাবাড়ীর শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত মিথিলা। তারা বাবার নাম মোহাম্মদ আলী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর।

শরিফুল আরও জানান, তিনি মিরপুর এলাকায় থাকেন। আজ সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জের চাষাড়ায় যান। সেখান থেকে ফেরার পথে সাইনবোর্ড এলাকা থেকে মিথিলাকে মোটরসাইকেলে তুলে নেন তিনি।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago