সীতাকুণ্ডে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় ১ শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শীতলপুর ইউনিয়নে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।
সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করছেন শ্রমিকরা। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শীতলপুর ইউনিয়নে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল ইসলাম (৩৩) নওগাঁ জেলার বাসিন্দা। তিনি সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার সহকারী হারুনুর রশিদ আহত হয়েছেন।

শিল্প পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন ৬ শ্রমিক। সেসময় জাহাজ কাটতে গিয়ে লোহার পাতের আঘাতে ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।'

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত ডেইলি স্টারকে বলেন, '১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি।'

আহত হারুনুর রশিদকে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments