চট্টগ্রামে ডোবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি ডোবা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি ডোবা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত সেলিনা আক্তার (২৪) বাড়বকুণ্ড নতুনপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

আজ সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

মৃতের পরিবারের সদস্যদের তিনি জানান, রোববার সন্ধ্যায় কেনাকাটা করতে বাসা থেকে বের হওয়ার পর সেলিনা নিখোঁজ হন। রাতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

পরে সোমবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদের জন্য সেলিনার স্বামী আরিফকে পুলিশ আটক করেছে বলে ওসি জানান।

Comments