হাইকোর্ট মোড়ে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর কর্মকর্তার মৃত্যু, ২ সন্তান আহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নেওয়ার পথে গতকাল বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে ট্রাকের ধাক্কায় আহত হওয়া মোটরসাইকেল চালক মাকসুদুর রহমান রয়েল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিমানবাহিনীর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরির্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় তার ২ সন্তান স্কুলছাত্রী রাজমি জাহান রাফা (১৩) ও তানভীর হোসাইন (৯) আহত হয়। এদের মধ্যে রাফার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার সকালে হাইকোর্ট মাজার গেটের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মাকসুদুর রহমান রয়েল ও তার দুই ছেলে-মেয়ে আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল।

নিহতের স্বজনরা জানিয়েছেন, রাফা বিএফ শাহীন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ও তানভীর তৃতীয় শ্রেণিতে পড়ে। সকালে যাত্রাবাড়ী বিবির বাগিচার বাসা থেকে দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার শিকার হন।
 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago